কেজিএফ ২ নিয়ে ১০টি মিমস। কেজিএফ ২ ট্রেইলর রেকড ডিটেইলস

কেজিএফ ২ ট্রেইলর রিলিজ হওয়ার পর থেকেই নেট দুনিয়া গরম করে রেখেছে । একটা একটা করে হিন্দি সব মুভির ট্রেইলরের ভিউজ রেকড ভেঙ্গে দিচ্ছি কেজিএফ ২ । আর ইয়াসের ডায়লগ নিয়ে তৈরি হচ্ছে অনেক মিমস । কেজিএফ ২ নিয়ে সেরা ১০টি মিমস নিচে দেওয়া হলো

সবচেয়ে বেশিবার দেখা হিন্দি মুভির ট্রেইলর রেকড ব্রেক করে দিয়েছে কেজিএফ ২

২৪ ঘন্টায় সবচেয়ে বেশিবার দেখা টপ-৫ হিন্দি মুভির ট্রেইলর

কেজিএফ ২: ৪৩.৫ মিলিয়ন+ (২২ ঘন্টায়)

৮৩ : ৪৩.২৫ মিলিয়ন

সুরিয়াভানসি: ৪২.৭ মিলিয়ন

জিরো: ৪০.৫ মিলিয়ন

লাক্সমি ৩৭.৩ মিলিয়ন

সব ভাষা মিলে ২৪ ঘন্টায় কেজিএফ ২ এর ভিউজ ১০৯ মিলিয়ন+ রেকড করেছে ।

কেজিএফ মুভি মিমস ১

এই দুনিয়া থেকে পরিক্ষা নামক শব্দ হারিয়ে গেলে , আমার থেকে খুশি কেউ হইতো না ।

সকল ভাষা মিলে ১০৯ মিলিয়ন ভিউজ ডিটেইলস

কন্নড় ভাষা: ১৮ মিলিয়ন
তেলেগু: ২০ মিলিয়ন
হিন্দি: ৫১ মিলিয়ন
তামিল: ১২ মিলিয়ন
মালায়ালাম: ১৮ মিলিয়ন

কেজিএফ মুভি মিমস

কেজিএফ এর প্রথম পার্ট ২০১৮ সালে রিলিজ হয় , তা বক্স অফিসে সেই সময় অনুসারে বেশ ভালোই করে । ১৯৬০ সালের বোম্বের একজন গ্যাংস্টারের গল্প । কিন্তু এই গল্পে মা ছেলের একটা ইমোশনাল দিক ছিল। যা সাধারন মানুষের মন ছুয়ে যায় ।

কেজিএফ মুভি মিমস

কেজিএফ পার্ট ২ এ সঞ্জয় দত্ত ভিলেন হিসাবে অধীরা চরিত্র অভিনয় করছে । এই মুভিতে কাজ করার পারশ্রমিক হিসাবে ৬ কোটি টাকা চার্জ করেছে ।

কেজিএফ মুভি মিমস

ক্রিকেট খেলা পছন্দ করি বলতে খালি ব্যাটিং করে , ওদের ব্যাটিং না দিয়ে বাসায় চলে আসার ফিলিংস ই আলাদা 🥱

কেজিএফ মুভি মিমস

সালমান খানের ফ্যানরা ফেসবুকে পোষ্ট করেছে ইচ্ছে মত, তারা বলছে তাদের সুপারস্টার এমন ফিজিক্স ছাড়া কিছু করলে ট্রল হতে হয় । কিন্তু সেই জিনিস যখন কিজিএফ মুভিতে ইয়াশ করে বা আর আর আর মুভিতে এনটিআর করে তখন সবাই ওয়াও বলে ।

কেজিএফ মুভি মিমস

কিন্তু আমার বেলায় যখন আমি ওদের ডাক দেই, পিছনে দিক দিয়ে দৌড় দেওয়া ছাড়া কিছুই করে না ।

কেজিএফ মুভি মিমস

আম্মু সামনে এই ডায়লগ ছাড়লে আমকে আর ঐ বাসায় থাকতে হবে না ।

কেজিএফ পার্ট ১ এর বাজেট ছিল ৮০ কোটি রুপি , যা কন্নড় ফিল্ম মার্কেট হিসাবে অনেক বড় বার্জেট এর মুভি ছিল ।
সেখানে কেজিএফ ২ এর বাজেট ধরা হয়েছে ১২০ কোটি রুপি । নায়ক ইয়াসের পারিশ্রমিক সহ নাকি ছাড়া তা জানা যায় নি ।

কেজিএফ মুভি মিমস

বাহ! মেয়ে মানুষ আমার মত নিস্পাপ ছেলে চোখে পরে না, আর ৪২০ পোলাপানদের কে আমার জানু সোনা ছাড়া কথা বলো না ।

কেজিএফ মুভি মিমস

জীবন-ডা তেজপাতা হয়ে গেছে , একটা না একটা ঝামেলা লেগেই থাকে রে ভাই

এপ্রিল মাসের ১৪ তারিখে হলে রিলিজ হবে কেজিএফ এর পার্ট ২ । যা ভারতীয় মুভির জন্য বক্সঅফিসে রেকড পরিমান ওপিনিং নিয়ে আসবে। ধারনা করা হচ্ছে কেজিএফ প্রথম দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করবে । যা কন্নড় মুভি হিসাবে অনেক বেশি ওপিনিং হবে ।কারন কন্নড় ফিল্ম মার্কেট খুব বেশি বড় না ।

কেজিএফ মুভি মিমস ১০

নিজের লাইফে রানী পাই না বলেই ক্যারাম খেলায় রানীর পিছনে লেগে থাকি ভাই ।

আইপিএল ২০২২ নিয়ে সেরা ১০টি মিমস

Post a Comment (0)
Previous Post Next Post