আইপিএল ২০২২ এর প্রথম ম্যাচ গতকাল রাত ৮ টা থেকে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হয় ।
কলকাতা নাইট রাইডার্স প্রথম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু ম্যাচে অন্য একটি খেলা দেখায় ক্যামেরাম্যান। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জিটিভি কাছ থেকে ক্যামেরাম্যান ভাড়া নেওয়া হয়েছে কিনা । আমাদের দেশের প্রতিভা বিদেশেও প্রতিভার আলো ছড়িয়ে দিচ্ছে ?
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ১
ক্যামেরাম্যানের ক্যামেরার ফোকাস থাকে মাঠে দর্শকের মাঝে , বিশেষ করে বলতে হলে সুন্দরী মেয়ে দর্শক দিকে বলা যায় ।
প্রতিবারের মত এবারেও প্রথম ম্যাচে কম রান স্লো পিচ আর টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেওয়া হয় ।
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ২
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৩
ওপেন আর মিডল অর্ডারের বাজে ব্যাটিংয়ের দিনে মাত্র ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন মহেন্দ্র সিং ধোনি ।
তার ঝড়ো ব্যাটিং এর ফলে চেন্নাই সুপার কিংস ৫ উইকেট হারিয়ে রান দিয়ে দাঁড়ায় ১৩১ ।
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৪
কলকাতা নাইট রাইডার্স এর হয়ে উমেশ ইয়াদাব চার ওভারে মাত্র 20 রান খরচ করে 2 উইকেট তুলে নেন ।
ম্যাচ জিতার জন্য মাত্র ১৩২ রানের ছোট স্কোর তারা করতে নামে কলকাতা নাইট রাইডার্স ।
কোন উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে 43 রানের জুটি গড়ে কলকাতা । ব্যাংকে টেস্ট আই আর কে আউট করে প্রথম উইকেট নেন ।
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৫
কিছু কিছু প্লেয়ারদের চিন্তিত দেখা যায় ।
এখন আমার প্রশ্ন হচ্ছে তাদের চিন্তার কারণ কি ?
আইপিএল ম্যাচ নাকি ক্যামেরাম্যান তাদের থেকে অডিয়েন্সের দিকে বেশি ক্যামেরা ফোকাস দিচ্ছে ?
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৬
কিন্তু আরেক ওপেনার আজিঙ্কা রাহানে মাত্র 34 বলে ৪৪ রানের একটি দারুণ ইনিংস খেলে আউট হন । তার এই ইনিংসের সুবাদে কলকাতা নাইট রাইডার্স সহজ একটা জয় তুলে নেয় । এই ম্যাচ দিয়ে অনেক দিন পর রানে ফিরে ।
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৭
ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ২০ রানের নট আউট রানের সুবাদে খুব সহজে কলকাতা নাইট রাইডার্স 6 উইকেটের সহজ জয় তুলে নেয়। কিন্ত দুংখের বিষয় আমি তা দেখতে পারিনি । কারন আম্মুর নাটকের সময় হয়ে যায় , আর আমাকে প্রতিবাদ করায় টিভি রুম থেকে বের করে দেওয়া হয়।
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৮
উমেশ যাদব চার ওভার বোলিং করে মাত্র ৫ ইকোনমি রেট দিয়ে ২ উইকেট তুলে নেওয়ার কারণে তাকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয় ।
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ৯
চেন্নাই বনাম কলকাতা আইপিএল ম্যাচের মিমস ১০
আজকে আইপিএলের দুটি ম্যাচ রয়েছে, বিকাল ৪ঃ৩০ মিনিট থেকে আইপিএলের দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ শুরু হবে আর রাত ৮ টার দিকে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ হবে ।
এই দুই ম্যাচ সহ আইপিএলের সব ম্যাচের সেরা ১০ টি মিম আপলোড করা হবে , তাই আমি আশা করি তোমরা সাথে থাকবে ।